1:23 pm , July 6, 2021

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে সর্বাত্মক লকডাউনে সরকার কর্তৃক বিধি নিষেধ অমান্য করে অবাধ চলাচল ও অতিরিক্ত যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। সবাইকে সতর্ক করে বাজারে মাইকিং করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে। বসানো হয়েছে চেক পোস্ট। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার দায়ে ৮জনকে ৩৬শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লালমোহন বাজারে আসা অতিরিক্ত যানবাহন ঠেকাতে সকাল থেকে মাঠে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদসহ পুলিশ সদস্যরা।