চারদিনে নগরীসহ জেলা থেকে সাত লক্ষাধিক টাকা জরিমানা আদায় চারদিনে নগরীসহ জেলা থেকে সাত লক্ষাধিক টাকা জরিমানা আদায় - ajkerparibartan.com
চারদিনে নগরীসহ জেলা থেকে সাত লক্ষাধিক টাকা জরিমানা আদায়

3:12 pm , July 5, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। সেইসাথে জেলা ও উপজেলা প্রশাসনের চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। গত চারদিনে গোটা বরিশাল জেলায় ৪৯৯ জনের কাছ থেকে ৭ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশালে কঠোর লকডাউন অমান্য করায় রোববার পর্যন্ত চতুর্থ দিনে গোটা বরিশাল জেলায় ২১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫০ টি মামলায় ১৫০ জনকে ২ লাখ ২৫ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। যারমধ্যে নগরীতে পরিচালিত ৬ টি মোবাইল কোর্টে ৪৬ জনকে ৩৭ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ উপজেলায় ১৫ টি মোবাইল কোর্টে ১০৪ জনকে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে ৩ জুলাই লকডাউনের তৃতীয় দিনে বরিশালে ২১ টি মোবাইল কোর্টে ১৮০ মামলায় ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে ২০ টি মোবাইল কোর্টে ১১১ মামলায় ১১৩ জনকে ১ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ১ জুলাই লকডাউনের প্রথম দিনে বরিশালে ২০ টি মোবাইল কোর্টে ৫৬ মামলায় ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। আর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT