নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু - ajkerparibartan.com
নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

3:11 pm , July 5, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে সরবরাহ করতে পন্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সোমবার থেকে নগরীতে ট্রাক যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে ২৯ জুলাই পর্যন্ত। এ দফায় মাত্র ৩ টি পন্য বিক্রি করছে টিসিবি। এগুলো হলো চিনি, মশুর ডাল এবং সয়াবিন তেল। এবার প্রতি কেজি চিনি ও ডালের দাম নির্ধারন করা হয়েছে ৫৫ টাকা। এছাড়া প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১০০ টাকা দরে। একজন ব্যক্তি দৈনিক ২-৪ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২-৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন। টিসিবির আঞ্চলিক অফিস প্রধান মোঃ শাহিদুল ইসলাম বলেন, নগরীতে ৫ টি ট্রাকে পন্য বিক্রি করা হবে। এছাড়া প্রতিটি জেলায় ২ টি এবং উপজেলায় ১ টি ট্রাকে পন্য বিক্রি চলবে। বর্তমানে টিসিবির প্রতিটি ট্রাকে ৬০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল এবং ৮০০-১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT