বিভাগে একদিনে ১৭ জনের মৃত্যু বিভাগে একদিনে ১৭ জনের মৃত্যু - ajkerparibartan.com
বিভাগে একদিনে ১৭ জনের মৃত্যু

3:05 pm , July 5, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন মারা গেছেন। এছাড়া বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠী জেলায় দুইজন করে মোট ছয়জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৩২১ জন মৃত্যুবরণ করেছেন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৫ জন। বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ সংখ্যক ১৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩৫২ জন। পটুয়াখালী জেলায় নতুন ৪৩ নিয়ে মোট দুই হাজার ৫৮৩ জন। ভোলা জেলায় ১৬ জনসহ মোট দুই হাজার ১০৩ জন। পিরোজপুর জেলায় নতুন আক্রান্ত ৮৩ জন নিয়ে মোট দুই হাজার ৪৯৯ জন। বরগুনা জেলায় ৩৭ নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৫২৯ জন। এছাড়া ঝালকাঠি জেলায় নতুন করে ১শ জন করোনায় সংক্রমিত হয়েছে। এ জেলায় মোট দুই হাজার সাতজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালকের দপ্তরসূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছে। এছাড়া বিভাগে করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে একজন শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার পর্যন্ত শেবাচিম হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২১৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৫৪ জনের মৃত্যু হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৪ জন ও করোনা ওয়ার্ডে পাঁচজন ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ২২০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ ও ১৭৩ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা করোনা পরীক্ষা করে ৫৯.৫৭ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানান তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা উদ্বেগেরও সৃষ্টি হয়েছে। তাই নিয়ম অনুযায়ী মাস্ক পরিধান, স্যানিটাইর ব্যবহারসহ সরকার ঘোষিত সকল বিধিনিষেধ শতভাগ মেনে চলতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT