ভোলায় ৩৬৫ জনকে জেল-জরিমানা ভোলায় ৩৬৫ জনকে জেল-জরিমানা - ajkerparibartan.com
ভোলায় ৩৬৫ জনকে জেল-জরিমানা

2:27 pm , July 3, 2021

মো: আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় লকডাউনের তৃতীয় দিনে সড়কে টহলে নেমেছে নৌ-বাহিনী। অব্যাহত রয়েছে পুলিশের তৎপরতা। এছাড়া ২ দিনে ৩৬৫ জনকে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম এর নেতৃত্বে নৌ-বাহিনী শহরে টহল শুরু করে। এ সময় তারা শহরের বাংলাস্কুল মোড়ে অবস্থান নিয়ে সাধারন মানুষকে সচেতনতা সৃস্টি এবং রাস্তায় বের হওয়ার কারন জানতে চায়। এ সময় মাইক দিয়ে সচেতনতার প্রচারনা চালায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মোটরসাইকেল থামায় এবং যৌক্তিক কোন উত্তর দিতে না পারায় অনেককে জরিমানা করেন। তবে শহরতলী এবং কাচাঁ বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নৌ-বাহিনীর লে. কমান্ডার জানজিম বলেন, দুই পাশ থেকে সহযোগিতা আসবে তখনই আমরা সফল হব। আমরা যে ভাবে কস্ট করে মাঠে নেমেছি। আমাদের কথাগুলো সুন্দর ভাবে জনগন শুনেন তা হলেই তখনই আমরা সফল হব।
অপরদিকে মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, আমাদের ২০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মাঠে কাজ করছে ভ্রাম্যমান আদালত। গত ২ দিনে ৩৬৫ জনকে জেল-জরিমানা করা হয়েছে। আদায় করা হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এর পরেও কঠোরতা দরকার হলে সরকার হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT