শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম প্রদান শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম প্রদান - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম প্রদান

2:24 pm , July 1, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে ২০টি হাইফ্লো নেজালক্যানোলা প্রদান করেছে এস আলম গ্রুপ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের ডাঃ এইচএম সাইফুল ইসলাম, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ ও এস আলম গ্রুপের কর্মকর্তারা শেবাচিম পরিচালকের হাতে হাইফ্লো নেজাল ক্যানোলা তুলে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT