শেবামেক হাসপাতালে করোনার টিকা নিয়েছে ১৭৯ জন চীনা শ্রমিক শেবামেক হাসপাতালে করোনার টিকা নিয়েছে ১৭৯ জন চীনা শ্রমিক - ajkerparibartan.com
শেবামেক হাসপাতালে করোনার টিকা নিয়েছে ১৭৯ জন চীনা শ্রমিক

3:04 pm , June 30, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শেবাচিম হাসপাতাল থেকে করোনার প্রতিষেধক টিকা গ্রহন করছেন চীনা শ্রমিকরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ৭৯ জন চীনা নাগরিক টিকা গ্রহন করেন। এর মধ্যে ৭২ জন পুরুষ ও ৭ জন নারী ছিলো। এরা সবাই পায়রা সমুদ্র বন্দর ও পিরোজপুর বেকুটিয়া ব্রীজের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছে। এর আগে মঙ্গলবার ১০০ জন চীনা শ্রমিক শেবামেক হাসপাতালের একই বুথে  করোনার ভ্যাকসিন গ্রহন করেন। বিষয়টি নিয়ে কথা হলে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসাম্মত শামছুন্নাহার বলেন, ‘চীনা শ্রমিকরা এখানে স্বতঃস্ফুর্তভাবে টিকা গ্রহন করছেন।
তবে হাসপাতাল সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এসএম মনিরুজ্জামান বলেন, ‘কোনরকম ঝামেলা ছাড়াই চীনা শ্রমিকরা করোনার ভ্যাকসিন গ্রহন করছে।’ উল্লেখ্য, বাংলাদেশ সরকারকে দেওয়া চীনের উপহারের সিনোফার্মের ৭৩ হাজার ৮’শ ডোজ করোনার ভ্যাকসিন সম্প্রতি বরিশালে এসে পৌছায়। চীন থেকে আসা এসব টিকা গ্রহনের জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে চীনা শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT