2:33 pm , June 29, 2021

ঝালকাঠি প্রতিবেদক ॥ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৯ জুন ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে জেলা পুলিশ শহরের বিভিন্ন স্থানে প্রচারনা চালানো হয়। এসময় পথচারীদের মাক্স পড়া, অপ্রোয়েজনে ঘর থেকে বের না হওয়াসহ বিভিন্ন রকম সচতেনতামূলক বিষয়ে অবহিত করা হয়। এছাড়া জরুরী সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অন্যন্য দোকানপাঠ বন্ধ রাখতে কঠোর হুশিয়ারী করেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মঈনুল হক এবং সদর থানার ওসি মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।