করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা - ajkerparibartan.com
করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা

2:32 pm , June 29, 2021

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গৌরনদীতে করোনা বিস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং করোনা প্রতিরোধে সরকারের নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে সকলের সহায়তার আহবান জানান প্রশাসনিক কর্মকর্তারা। বিশেষ করে ২৪ ঘন্টায় ৭জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এলাকায় অনেকটা আতংক সৃষ্টি হয়। সভায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমরুল হাসান জানান, ২০২০ সালের মার্চ থেকে ২৮ জুন ২০২১ পর্যন্ত গৌরনদী উপজেলা করোনা রোগী শনাক্ত হয়েছে ২৪৪জন। সুস্থ্য হয়েছেন ২১৪ জন। মারা গেছে ৭ জন ও চিকিৎসাধীন আছেন ২৩ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয় ১২ জনের তার মধ্যে ৭ জনের করোনা শনাক্তা হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমরুল হাসান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT