দক্ষিণাঞ্চলে করোনার নতুন সংক্রমনের শিকার ১৮১ দক্ষিণাঞ্চলে করোনার নতুন সংক্রমনের শিকার ১৮১ - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে করোনার নতুন সংক্রমনের শিকার ১৮১

3:15 pm , June 28, 2021

বিশেষ প্রতিবেদক ॥ লকডাউন কার্যকরে কিছুটা কঠোর অবস্থান গ্রহনের শুরুতে দুজনের মৃত্যুর সাথে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনে দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি আরো উদ্বেগজনক পর্যায়ে পৌছেছে সোমবারে। সোমবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন ১৮১ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন। নগরী ছাড়াও পিরোজপুর ও ঝালকাঠিতে ব্যাপক সংক্রমনের সাথে পটুয়াখালীতে আরো দুজনের মৃত্যুর ফলে এ অঞ্চলে মোট সংখ্যাটা ৩শ অতিক্রম করে আরো একজন যোগ হয়েছে। ফলে এ অঞ্চলে মৃত্যুর গড় হার এখন ১.৭৫%। এ সময়ে নগরী ও পিরোজপুর জেলায় ৩৪ জন করে এবং ঝালকাঠিতে ২৩ জন ও বরগুনাতে ১৮ জন নতুন করে করোনা সংক্রমনের শিকার হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে এ যাবতকালের সর্বাধিক ৮৬০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৮১ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের গড়হার প্রায় ২১%। তবে গত ১৫ মাসে দক্ষিনাঞ্চলে মোট ১ লাখ ১৫ হাজার ৫৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ হাজার ১৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে গত তিনদিনে শনাক্তের গড় হার দশমিক ১২ ভাগ বেড়ে এখন ১৪.৯৮%। এরমধ্যে চলতি মাসেই ৮ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৬১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে । চলতি মাসে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর নগরীতে এ পর্যন্ত ৫ হাজার ৭১৩ জন আক্রান্তের মধ্যে ইতোমধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই এ নগরীতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়লেও তেমন কোন প্রতিরোধ মূলক ব্যবস্থা দৃশ্যমান নয়। পুনরায় কঠোর লকডাউন কার্যকর হওয়ায় সোমবার সকাল থেকে সমগ্র দক্ষিণাঞ্চলের সাথে নগরীতেও যানবাহন চলাচল প্রায় বন্ধ। নগরীর দেকানপাট সহ শপিংমলগুলোও বন্ধ রয়েছে। মানুষের চলাচলেও কিছুটা সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে সকল থেকে। তবে এ প্রতিকারমূলক ব্যবস্থা কার্যকর হওয়ার আগের দিনে মহানগরীতে ৪৬ জন সহ জেলায় ৭২ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। মহানগরীর বাইরে জেলার অপর ১০টি উপজেলায় নতুনকরে ২৬ জন আক্রান্ত হয়েছেন। গত কয়েকমাসের মধ্যে সোমবারই বরিশালে আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। জেলাটিতে মোট আক্রান্ত ৭ হাজার ৬৪১ জনের মধ্যে ১২৭ জনের মৃত্যু ঘটেছে ইতোমধ্যে। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন আক্রান্তের ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ২ হাজার ৭৯’তে। মৃত্যু হয়েছে ৩৩ জনের। গত দিন দশেক ধারেই খুলনা-বাগেরহটের সীমান্তবর্তী পিরোজপুরে সংক্রমন ব্যাপক হারে বাড়ছে। গত ২৪ জুন জেলাটিতে এ যাবতকালের সর্বাধিক ৫২ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। ঝালকাঠিতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে সংক্রমনের শিকার হয়েছেন ২৩ জন। জেলাটিতে গত রোববার এ যাবতকালের সর্বোচ্চ ৩২ জন করোনা সংক্রমনের শিকার হন। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৬১১ জন আক্রান্তের মধ্যে ৩২ জন মারা গেছেন। পটুয়াখালীর কলাপাড়া ও দশমিনাতে গত ২৪ ঘন্টায় নতুন করে দুজনের মৃত্যুর সাথে ১০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে কলাপাড়া হাসপাতালে গোপালগঞ্জের বাঁশবাড়িয়ার এক ব্যক্তি মৃত্যুবরন করেছেন। জেলাটিতে এ পর্যন্ত ২ হাজার ৪৩৬ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এখনো এ জেলাটিতে মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বাধিক, ২.২৬%। বরগুনাতেও নতুন করে সংক্রমন বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ১৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা উন্নীত হয়েছে ১ হাজার ৩৯৫ জনে। মারা গেছেন ২৮ জন। দ্বীপজেলা ভোলাতেও গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের ৭ থেকে ১২ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ২ হাজার ৩৭ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৫৫ জন সহ দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত ১৪ হাজার ৮৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। এ অঞ্চলে সুস্থতার হার ছিল সোমবারে ৮৬.৫২%।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT