3:00 pm , June 28, 2021

মো. আফজাল হোসেন, ভোলা ॥ সারাদেশ ব্যপি লকডাউনের প্রথমদিন চলছে ঢিলেঢালা ভাবে। শপিংমল বন্ধ থাকলেও ছোট ব্যবসা প্রতিষ্ঠান গুলো রয়েছে খোলা। লঞ্চ ও বাস বন্ধ। তবে মাহেন্দ্র, মাইক্রো, এ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে চলাচল করছে সাধারন মানুষ। এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সকাল থেকে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়নি তেমন একটা।
এদিকে ঢাকা থেকে আসা যাত্রী মো: কালিমুল্লাহ মুন্সি বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুর হয়ে ট্রলারযোগে ভোলা এসেছি। এখন চরফ্যাশন যাব। বাস বন্ধ থাকায় মাইক্রোতে যেতে হচ্ছে ৫ গুন ভাড়া দিয়ে। আরেক যাত্রী মো: জামাল বলেন, মটরসাইকেলে যাচ্ছি ৪ গুন ভাড়া বেশি দিয়ে। কিছু করার নেই, যেতেই হবে। এদের মত আরেক অনেক যাত্রী আছে। যারা এভাবেই ঝুকি নিয়ে চলাচল করছে।
এদিকে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, প্রতিদিন মোবাইল কোর্ট জরিমানা করছে। ট্রলারসহ অন্যসব গণ পরিবহন চলছে। এ বিষয় বলেন, পোর্ট অফিসার আছে। এগুলো তিনি দেখবেন। তার পরেও আমি বলছি। যানবাহন চলার কথা নয়,সব বন্ধ থাকবে।