3:07 pm , June 26, 2021
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বশরীরে চলমান পরীক্ষা কার্যক্রম সমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বিস্তার রোধ কল্পে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, ২৪ টি বিভাগের বিভাগীয় প্রধান এবং পরীক্ষা নিয়ন্ত্রক এর কার্যালয়ের সাথে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক আজ (রোববার) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্বশরীরে উপস্থিত হয়ে দেয়া পরীক্ষা সমূহগুলো স্থগিত থাকবে। তবে পূর্বের ন্যায় অনলাইন ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা যথারীতি অনলাইনে চলমান থাকবে। খবর বিজ্ঞপ্তির