গাঁজাসহ শেবাচিম হাসপাতালের কর্মচারী আটক গাঁজাসহ শেবাচিম হাসপাতালের কর্মচারী আটক - ajkerparibartan.com
গাঁজাসহ শেবাচিম হাসপাতালের কর্মচারী আটক

3:06 pm , June 26, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কর্মচারী কালাম ওরফে ডিডি কালামকে গাঁজাসহ আটক করেছেপুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর সগরদী দরগাহ বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় কালামের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলা নং ৭১। মামলা সূত্রে জানা গেছে, সগরদী দরগাহ বাড়ি এলাকায় গাঁজা বিক্রির জন্য ঘোরাফেরা করছিল কালাম। খবর পেয়ে মডেল থানা পুলিশের এসআই শাহাজালাল মল্লিক ঘটনাস্থলে গেলে কালাম দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কালামের দেহে তল্লাশি করলে ৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। কালামের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদের জগন্নাথকাঠীতে। শেবাচিম হাসপাতালের কর্মচারী হওয়ার সুবাদে সাগরদী ঈসা খা সড়কে পরিবার নিয়ে ভাড়া থাকতো সে। কালামের মা তহমিনা বেগম শেবাচিম হাসপাতালের গাইনী অপারেশন থিয়েটারে আয়ার কাজ করেন। কোতয়ালী থানার এসআই শাহাজালাল মল্লিক বলেন, কালামকে গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর কালামকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT