বরিশালে আনা হয়েছে খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপুকে বরিশালে আনা হয়েছে খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপুকে - ajkerparibartan.com
বরিশালে আনা হয়েছে খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপুকে

3:03 pm , June 26, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারী টিভি চ্যানেল ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে বরিশাল নিয়ে আসা হয়েছে। গতকাল শনিবার খুলনা হাসপাতাল থেকে বরিশাল নিয়ে এসে নগরীর বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সে ডা. সুদিপ হালদারের তত্ত্বাবধানে রয়েছেন। অসুস্থ সাংবাদিক অপুর সাথে থাকা সহকর্মি সুজয় জানিয়েছেন, বর্তমানে সে সুস্থ আছে। সড়ক দুর্ঘটনায় বুকের বাম পাশে কলার বর্ণ হাড় ভেঙ্গেছে। সেই জন্য অস্ত্রপচার করতে হবে।
তিনি আরো জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তার বড় পিসি (ফুফু) বার্ধক্যজনিত রোগে মারা যায়। তাকে শেষ বিদায় জানানোর জন্য মোটর সাইকেলযোগে খুলনা যায় অপু। খুলনা যাওয়ার পথে বিকেল তিনটার দিকে কাটাখালী এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছে সে। মাথায় আঘাত পাওয়ায় প্রায় চার ঘন্টা অজ্ঞান ছিল। প্রথমে তাকে খুলনা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে খুলনার সোনাডাঙায় হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়। সেখান থেকে বরিশালে নিয়ে আসা হয়েছে তাকে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT