2:21 pm , June 25, 2021

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ অঞ্চলে নতুন কোন মৃত্যু সংবাদ না থাকলেও এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ১২১ জন। যা আগের দিনের তুলনায় একজন কম হলেও বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীতে সংক্রমনের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৬৩৩ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগের দিন নমুনা পরীক্ষার সংখ্যাটা ছিল ৫৪২। এ নিয়ে দক্ষিণাঞ্চলে ১ লাখ ১৪ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৭৯৪ জনের করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ অঞ্চলে শনাক্তের হার প্রায় ১৪.৭৫%। আর এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯৮ জনে। গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা আগের দিন ছিল ৩৪। আর গতকাল নগরীতেই ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।যা আগের দিনের চেয়ে ৫ জন কম হলেও এ নগরীতে নুন্যতম স্বাস্থ্য বিধি মানার কোন বালাই নেই এখনো। এ নগরীর ৯০ ভাগ মানুষ এখন আর মাস্ক ব্যবহার করোনা। তরুন ও যুব সমাজ মাস্ক ব্যবহার না করাকে বিশাল কৃতিত্ব বলে জাহির করছেন। অথচ দক্ষিনাঞ্চলের মাত্র ৬% জনসংখ্যার এ নগরীতে ইতোমধ্যে ৫ হাজার ৬২৫ জন আক্রান্ত হয়েছেন। যা এ অঞ্চলে মোট আক্রান্তের প্রায় ৩০%-এর বেশী। আর দক্ষিণাঞ্চলে শুক্রবার পর্যন্ত যে ২৯৮ জন করোনা সংক্রমনে মারা গেছেন, তার ৬৮ জনই এ নগরীতে। এ অঞ্চলে এখনো মৃত্যুহার ১.৭৮%।
শুক্রবারের ৪০ জন নিয়ে মহানগরী সহ বরিশালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৫০২ জনে। আর মহানগরী সহ জেলাটিতে মোট মৃতের সংখ্য ১২৬। শুক্রবারে দক্ষিনাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল খুলনা ও বাগেরহাট সংলগ্ন পিরোজপুরে, ২৯ জন। যা আগেরদিন ছিল মাত্র ৫ জন। ইতোমধ্যে এ জেলাটিতে ১ হাজার ৯৭৬ জন আক্রান্তের মধ্যে ৩৩ জন মারা গেছেন । এদিকে বরিশাল ও পিরোজপুরের মধ্যবর্তী ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা আগের চেয়ে একজন বেশী। জেলাটিতে ইতোমধ্যে মোট ১ হাজার ৫২৮ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ জেলাটিতে সংক্রমনের হার দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ।
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা যথেষ্ঠ বৃদ্ধি পেয়ে আগের দিনের ৪ থেকে ১৫ জনে উন্নীত হয়েছে। এ জেলাটিতে ইতোমধ্যে ২ হাজার ৪১৯ জন আক্রান্তের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ জেলাটিতে মৃত্যুহার দক্ষিনাঞ্চলের সর্র্বোচ্চ। বরগুনাতে আগের দিন কোন আক্রন্তের খবর না থাকলেও শুক্রবারে আরো ৭ জন আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে ইতোমধ্যে ১ হাজার ৩৫৩ জন আক্রান্তের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।
দ্বীপজেলা ভোলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ৬ থেকে দুজনে হ্রাস পেলেও জেলাটিতে ইতোমধ্যে ২ হাজার ১৬ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিনাঞ্চলের ৬ জেলায় চলতি মাসের ২৫ দিনে মোট ৭ হাজার ৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এ সময়ে মারা গেছেন ১১ জন। এরমধ্যে নগরীতেই আক্রান্ত প্রায় ২৯০ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।