তরুণ প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলায় উৎসাহী করতে হবে-এমপি শাওন তরুণ প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলায় উৎসাহী করতে হবে-এমপি শাওন - ajkerparibartan.com
তরুণ প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলায় উৎসাহী করতে হবে-এমপি শাওন

1:43 pm , June 24, 2021

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি পরিবারের সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে সেই পরিবারে অশান্তি নেমে আসে। তাই শিশু কিশোর ও যুবকদের কে মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে তাদের কে খেলাধুলায় উৎসাহী করতে হবে। তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে খেলাধুলাই একমাত্র মাধ্যম। তাই পড়ালেখার সাথে সাথে শিশু-কিশোর ও যুবকদের শারীরিক ফিটনেস ধরে রাখতে তাদেরকে খেলার মাঠমুখী করে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সকালে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে মাসব্যাপী “অনূর্ধ্ব ৮ ও অনূর্ধ্ব ১৬ শিশু কিশোরদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পিং উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার কর্মী রাহাত আনোয়ার, আহাদুল ইসলাম সুজন, শাহ এমরান মুরাদ, এটিএম মুর্তজা সজিব, রাকিব হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন। এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করেছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষিত ও সুস্থ জাতি গড়ার লক্ষে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে রাষ্ট্র পরিচালনা করায় দেশের গ-ি পেরিয়ে বিশ্ব নেতার পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT