3:17 pm , June 23, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনে নগরীতে দলীয় ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল বুধবার দিনটি পালনে প্রথম প্রহর থেকে কর্মসুচী শুরু করা হয়। প্রথম প্রহরে নগরীর ৭২ স্থানে একযোগে আতশ বাজি প্রদর্শনের মাধ্যমে সুচনা হয়। এরপর ১২ টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মূরালে প্রথমে পূস্প মাল্য অর্পন করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এর পর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড একে এম জাহাঙ্গীর হোসাইন ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পর্যায়েক্রমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস সহ জেলার নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম তার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে নগরীর ত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিজ নিজ দলীয় ভাবে তারা শ্রদ্ধা জানান।
বিকালে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।