3:14 pm , June 23, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধের দাবীতে নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে সাগরদী পিটিআই শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীবৃন্দ। মাধবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে প্রশিক্ষণার্থী শিক্ষার্থী শিক্ষকরা বলেন, ২০২০ জুলাই হতে ২০২১ এই এক বছরে পশিক্ষণার্থীদের বকেয়া ৩৬ হাজার টাকা এখন পর্যন্ত দেয়া হয়নি। তারা কোন প্রনোদনা চান না। ন্যায্য পাওনা দেয়া হোক। তারা আরো বলেন, গত অর্থ বছরে এই টাকার বরাদ্দ থাকা সত্বেও অর্থ মন্ত্রালয় রহস্য জনকভাবে দিতে অনিহা প্রকাশ করছেন। তারা আরো বলেন, বৈশ্বিক করোনার মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও ডিপিএড কোর্স চলমান থাকার কারনে বিভিন্ন ধার-দেনা করে অনলাইনে ক্লাস করতে গিয়ে আর্থিকভাবে ঋনগ্রস্থ হয়ে পড়েছেন। তাই শিক্ষকদের প্রতি অবিচার বন্ধ করে আমাদের প্রাপ্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।