4:01 pm , June 21, 2021
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএম’ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৭ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সাবেক মেয়র আফজাল হোসেন ৫৯৪ ও ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান ৪১৫ ভোট পেয়েছেন। এছাড়াও কাউন্সিলর হিসেবে পৌরসভার ১নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ৩নং ওয়ার্ডে এসএম আল আমিন, ৬নং ওয়ার্ডে মো. কুদ্দুস, ৭নং ওয়ার্ডে হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল ও ৯নং ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন ও ৫নং ওয়ার্ডে তরুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।