হিজলার দুই ভোট কেন্দ্রে সংঘর্ষ হিজলার দুই ভোট কেন্দ্রে সংঘর্ষ - ajkerparibartan.com
হিজলার দুই ভোট কেন্দ্রে সংঘর্ষ

3:57 pm , June 21, 2021

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার মেমানিয়ায় ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর একটার দিকে ২ নং ওয়ার্ড খাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। পাশাপাশি আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। জানা গেছে, ২ নম্বর ওয়ার্ড খাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আলাউদ্দিনের সঙ্গে বাকবিত-া হয় ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিনের। বাকবিত-ার সূত্র ধরে উভয় প্রার্থীর কর্মী-সমর্থকরা সংর্ঘষে জড়িয়ে পড়েন। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ফলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এদিকে হরিনাথপুর গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে গেলে স্থানীয়দের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে এক আনসার সদস্য ও এক পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় ঘণ্টাখানেক ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে। উভয় ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ার কথা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সরকার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT