1:00 am , June 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ইউপি নির্বাচনের দায়িত্বপালকারী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিআইজি মোঃ আক্তারুজ্জামান বলেছেন, নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কারো খাবার খাবেন না। ডানে বামে তাকাবেন না। আপনারা সরকারী লোক। সরকারী দায়িত্ব পালন করবেন। সরকার চায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। তাই আমি দৃঢ় ভাবে বলছি বরিশালে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্য এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আর এ লক্ষ্যে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। গতকাল শনিবার বিকেলে বরিশাল পুলিশ লাইন্সে এ নির্বাচনে দায়িত্ব পালন করবে এমন পুলিশ সদস্যদের ব্রিফিংএ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি সব পুলিশ সদস্যকে হুশিয়ারী দিয়ে বলেন কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দায়িত্ব পালনে গাফলতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বিফ্রিংএ বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সভাপতিত্ব করেন।