মানুষকে সেবা দিয়ে যে ভালোবাসা পাওয়া যায়, তার চাইতে বড় আত্মতৃপ্তি আর কিছুই নেই-পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান মানুষকে সেবা দিয়ে যে ভালোবাসা পাওয়া যায়, তার চাইতে বড় আত্মতৃপ্তি আর কিছুই নেই-পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান - ajkerparibartan.com
মানুষকে সেবা দিয়ে যে ভালোবাসা পাওয়া যায়, তার চাইতে বড় আত্মতৃপ্তি আর কিছুই নেই-পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান

3:19 pm , June 14, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মানুষকে সেবা প্রদান করে যে ভালোবাসা পাওয়া যায়, তার চাইতে বড় আত্মতৃপ্তি আর কিছুই নেই। সোমবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স এর ড্রিলসেডে অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর দ্বিতীয় ত্রৈমাসিক বিট পুলিশিং সমন্বয় সভায় প্রধান অতিথির বক্ত্যবে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। এ সময় পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে থানা এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে চলমান বিট পুলিশিং এর সুফল জনগণ ইতিমধ্যে পেতে আরম্ভ করেছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনজীবনে অভূতপূর্ণ সাফল্য নিয়ে আসার জন্য, বিট কার্যালয় কে একটি তথ্য ভান্ডার হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিট এলাকার প্রতিটি জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি, বিট কার্যালয়ের রেজিস্টার সমূহ যথাযথভাবে রক্ষণা বেক্ষণ করা, বিট ভিত্তিক ফেইজবুক পেইজ যথাযথ ভাবে পরিচালনা করা, বিট ভিত্তিক মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারের সংখা, বিট এলাকার সিসি ক্যামেরার সংখ্যা, বিট এলাকার মানচিত্র, বিট কার্যালয়ের ছবি সহ যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে বলেন। এসময় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের সামগ্রিক পুলিশিং কার্যক্রমের ভূয়েশী প্রশংসা করে বলেন, যদি কোনো সদস্যের শৃঙ্খলা পরিপš’ী কোন কাজের জন্য আমাদের তিল তিল করে গড়ে তোলা অর্জন নষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যব¯’া গ্রহণ করা হবে। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তরএবং গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিটঅফিসারগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT