3:16 pm , June 14, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের শিক্ষানুরাগি, সমাজসেবক ও দানবীর অমৃত লাল দে’র ২৮ তম মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে সংক্ষিপ্ত আকারে পালিত হয়েছে। তাঁর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত সমাধি মন্দিরে পারিবারিকভাবে পুষ্পার্ঘ্য অর্পন এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সাদা মনের মানুষ রাখাল চন্দ্র দে, বিজয় কৃষ্ণ দে, ভানু লাল দে, রাহুল দে ও তন্ময় দে। এছাড়া সকালে শ্রদ্ধা নিবেদন করেন অমৃত কনজুমার ফুড প্রো: লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ, কারিকর বিড়ির শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, কারিকর বিড়ি বাসতলা শাখার নেতৃবৃন্দ, বরিশাল আর্যলক্ষ্মী সমবায় সমিতির নেতৃবৃন্দ, বরিশাল নাটক, বরিশাল সাংস্কৃতিক সাংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ, চারুকলা বরিশাল, জাতীয় কবিতা পরিষদ বরিশালের নেতৃবৃন্দ। উল্লেখ্য, করোনা মহামারির কারণে এবছর পারিবারিকভাবে সংক্ষিপ্ত আকারে দিনটি পালন করা হয়। অমৃত লাল দে সত্য, শ্রেয়, পূর্ণতা জয়ী ব্যক্তিত্ব। ১৯২৪ সালের ২৭ জুন শরিয়তপুর জেলার নড়িয়া থানার চ-ীপুরের পাঁচগাঁও গ্রামে তার জন্ম। পিতার নাম রাসমোহন দে। মা সারদা সুন্দরী দে। তাঁর সহধর্মিনী ছিলেন শ্রীমতি যোগমায়া দে। ১৯৯৩ সালের ১৪ জুন ঊনসত্তর বছরে তিনি ইহলোক ত্যাগ করেন।