3:36 pm , June 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের শিক্ষানুরাগি, সমাজসেবক ও দানবীর অমৃত লাল দে’র ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ। সত্য, শ্রেয়, পূর্ণতা জয়ী ব্যক্তিত্ব অমৃত লাল দে। ১৯২৪ সালের ২৭ জুন শরিয়তপুর জেলার নড়িয়া থানার চ-ীপুরের পাঁচগাঁও গ্রামে তার জন্ম। পিতার নাম রাসমোহন দে। মা সারদা সুন্দরী দে। তাঁর সহধর্মিনী ছিলেন শ্রীমতি যোগমায়া দে। ১৯৯৩ সালের ১৪ জুন ঊনসত্তর বছরেতিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত সমাধি মন্দিরে পারিবারিকভাবে পুষ্পার্ঘ্য অর্পন এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।