পোষ্টমর্টেম রিপোর্ট পরিস্কার ও স্পষ্ট অক্ষরে পুরণ করার নির্দেশ পোষ্টমর্টেম রিপোর্ট পরিস্কার ও স্পষ্ট অক্ষরে পুরণ করার নির্দেশ - ajkerparibartan.com
পোষ্টমর্টেম রিপোর্ট পরিস্কার ও স্পষ্ট অক্ষরে পুরণ করার নির্দেশ

3:36 pm , June 13, 2021

সকল হাসপাতাল ও মেডিকেল কলেজে জরুরী চিঠি

নিজস্ব প্রতিবেদক ॥ পোষ্টমর্টেম রিপোর্ট পরিস্কার ও স্পষ্ট অক্ষরে পুরন করার নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে দ্রুত সময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন ও সংরক্ষনেরও নির্দেশনা দেওয়া হচ্ছে। সুপ্রীম কোর্টের নির্দেশনার পর গত ১০ জুন অতি জরুরী ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত আদেশটি দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, তত্বাবোধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে প্রেরন করা হয়েছে। আদেশে বলা হয়েছে মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিলেট জুরিসডিকশন নির্দেশনার আলোকে পোষ্টমর্টেম রিপোর্টের কলাম পরিস্কার, স্পষ্ট হস্তাক্ষরে পূরন ও একই ধরনের টাইপ কপিসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ে প্রেরন ও সংরক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT