বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - ajkerparibartan.com
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

3:35 pm , June 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে রোববার বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মারুফ হাসান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো প্রমুখ। বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। নতুন প্রজন্মকে খেলাধূলায় সম্পৃক্ত করতে পারলে তাদের মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে রক্ষা করা যাবে। তাই সকল ক্রীড়া সংস্থা ও সংগঠনকে অধিক সংখ্যক খেলাধূলা আয়োজনের আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT