3:31 pm , June 13, 2021

নগরীর ব্যস্ততম বাণিজ্যিক সড়ক পোর্ট রোড। এখানে রাস্তার দু’পাশে সড়ক দখল করে বসানো হয়েছে বিভিন্ন পণ্যের পসরা। বিশেষ করে পোর্ট রোডের কাঁচা বাজার ও মৌসুমী ফলের অস্থায়ী দোকান পাট রাস্তাকে সংকুচিত করে ফেলেছে। এছাড়া এলোপাথাড়ি ভাবে রাস্তার উপরে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক। যার কারণে যানজট অসহনীয় হয়ে উঠেছে। ট্রাফিক বিভাগের কোন সদস্য এখানে দায়িত্ব পালন না করার কারণে স্থায়ী দোকানদার, যানবাহন চালক এবং পথচারীদের নিত্যভোগান্তি চলছে। দেখার কেউ নেই। ছবি: রুবেল পারভেজ