3:30 pm , June 12, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অপহৃত ব্যাবসায়ীকে উদ্ধার করলেও তার স্ত্রীর দায়েরকৃত মামলা নেয়া হচ্ছে না বলে বন্দর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। থানা পুলিশ অপহৃত ব্যাবসায়ী নিজাম চৌকিদারকে অপহরনকারীর বাড়ী থেকে উদ্ধার করে আহত অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও রহস্যজনক কারনে মামলা গ্রহন করেনি। আহত নিজামের স্ত্রী সিমা বেগম অপহরন, মারধর ও সাথে আড়াই লক্ষ টাকা লুটের অভিযোগ এনে মামলা করতে ব্যার্থ হয়েছেন বলে জানিয়েছেন। বন্দর থানায় সিমা বেগমের রেকর্ড না হওয়া অভিযোগের সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বন্দর থানাধীন লাহারহাট বাসস্টান্ডে ব্যবসায়ীক কাজে অবস্থান করাকালীন সময়ে অপহরনকারী মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবু সাঈদ, মোঃ নোমান কাজী, মোঃ শামীম খান লিখন, মোঃ শাহ নেওয়াজ শাহীন খান, মোঃ রফিক, মোঃ নাজমুল খান সহ ১২ থেকে ২০ জনের একদল পূর্ব শত্রুতার জেরে একটি হলুদ অটো গাড়িতে মারধর করে তুলে নিয়ে যায়। এরপর অপহরনকারীরা নিজাম চৌকিদারকে তাদের বাড়িতে আটকে রেখে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে তার সাথে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনা স্থানীয়রা দেখে নিজামের পরিবারকে অবহিত করলে বন্দর থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারী দলের নেতা মোঃ সিরাজুল ইসলামের বাড়ি থেকে রাতে গুরুতর আহত অবস্থায় নিজাম চৌকিদারকে উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিজাম চৌকিদার হাসপাতালের ৫ম তলায় সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় নিজাম চৌকিদারের স্ত্রী মোসাঃ সিমা বেগম বাদী হয়ে ১২জন অপহরনকারীর নাম সহ আরো বেশ কয়েকজন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ এনে বন্দর থানায় মামলা করার আবেদন করে। সিমা বেগম অভিযোগ করে বলেন দেড়দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তার দায়ের করা অভিযোগটি মামলা হিসাবে থানায় গ্রহন করা হয়নি। এব্যাপারে বন্দর থানায় কল করা হলে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বরিশাল সার্কিট হাউজে প্রধান নির্বাচন কমিশনারের আইন শৃঙ্খলা সভায় থাকার কারনে তার বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে ওসি তদন্ত আনোয়ার হোসেনকে একাধিকবার কল করা হলেও তিন তা রিসিভ করেননি।