কর্ণকাঠিতে পুলিশ সদস্যের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩ কর্ণকাঠিতে পুলিশ সদস্যের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩ - ajkerparibartan.com
কর্ণকাঠিতে পুলিশ সদস্যের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩

1:00 am , June 6, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার কর্নকাঠিতে পুলিশ সদস্যের হামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে কর্নকাঠির পৈরানপাড়া গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আউয়াল ও পারভীন দম্পত্তির ছেলে মামুন বলেন, দীর্ঘ দিন ধরে ঢাকায় কর্মরত পুলিশ সদস্য মোকসেদ আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। স্থাণীয় ভাবে শালিস মিমাংসা করার জন্য দিনক্ষন ঠিক করা হয়েছিলো। কিন্তু তার আগেই পুলিশ সদস্য মোকসেদ আলী বাড়িতে এসে তিনি ও তার ছেলে ইমরান সকালে হামলা চালায়। এ সময় মা পারভীনকে কোপ দেয় এবং বাবাকে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকে। বাধা দিতে এলে চাচাতো ভাই রমিজ হাওলাদারকেও পিটিয়ে আহত করে। তিনি আরো বলেন এর আগেও কয়েক বার আমাদের উপর হামলা করেছে মোকসেদ। তিনি পুলিশ বলে কোন কিছুর তোয়াক্কা করছেন না। এছাড়া মারধরের পর উল্টো আমাকে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT