1:00 am , June 6, 2021

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া বিহারীলাল মৈত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী করা হয়। প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণী সম্পদ কমর্কর্তা সঞ্জিব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.তৌহিদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা.সোমা সরকার। এ প্রদর্শনীতে ঘোড়া, গরু, ছাগল, হাস-মুরগি,পশু-পাখিসহ বিভিন্ন ধরণের মোট বাইশটি স্টল স্থান পায়।