হিজলায় চিংড়ি রেনু উদ্ধার হিজলায় চিংড়ি রেনু উদ্ধার - ajkerparibartan.com
হিজলায় চিংড়ি রেনু উদ্ধার

1:00 am , June 5, 2021

 

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীর পার থেকে ২৭ ড্রাম গলদা রেনু উদ্ধার করে কোষ্টগার্ড। বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে ১১ টায় গলদা চিংড়ির রেনুসহ একটি ট্রলার আটক করে তারা। তবে কোনো মাঝি কিংবা পাচারকারী আটক হয়নি। এ বিষয়ে হিজলা থানা জোনের সি সি মাহাবুব আলম জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে প্রায় ২৭ টি ড্রামে ১৩ লক্ষ ৫০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। গতকাল শুক্রবার রেনু বরজালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
হিজলা উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে এ অবৈধ রেনু পোনার ব্যবসা। এছাড়াও হিজলা উপজেলার মেঘনা নদী পার্শ¦বতি উপজেলার রেনু পাচারের পথ হিসাবে ব্যবহার হচ্ছে। কোটি কোটি টাকার রেনু পোনা পাচার হলে প্রশাসন ও মৎস্য দপ্তর আছে নিরব ভুমিকায়। হিজলা উপজেলার সাংবাদিকরা একাধিক বার মাসিক আইনশৃঙ্গলা সভায় অবহিত করে। এ নিয়ে প্রশাসনের নেই কোনো কার্যকর উদ্যোগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT