লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা - ajkerparibartan.com
লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা

1:00 am , June 5, 2021

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন পৌরসভা ছাত্রলীগের ১নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা আওয়ামী লীগ অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন পৌরসভা ছাত্রলীগের আহবায়ক ভিপি রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক অভি হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, শাহজামাল দুলাল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি শফিকুল ইসলাম বাদল পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ শিহাবুর হাসান হাজারী ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তাজবির আকাশের নাম ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি- মোঃ সিরাজ হাজারি, সহ সভাপতি মোঃ আরিয়ান আহমেদ সাগর, মোঃ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেরাব হোসেন অপি, মোঃ হারিছ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাওলাদার, মোঃ মুরাদ হাওলাদার ও মোঃ ইসমাইল। ১১ সদস্য বিশিস্ট নতুন এ কমিটি এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT