লঞ্চের কেবিনে তরুণীকে ধর্ষণ লঞ্চের কেবিনে তরুণীকে ধর্ষণ - ajkerparibartan.com
লঞ্চের কেবিনে তরুণীকে ধর্ষণ

3:24 pm , June 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চের কেবিনে তরুণীকে রাতভর ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত শনিবার রাতে রাজহংস-১০ লঞ্চে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার তরুনী কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ধর্ষনের অভিযোগে অভিযুক্ত হলো- মেহেন্দিগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের খলিল হাওলাদারের ছেলে মাইদুল ওরফে মাসুম।
জানা গেছে, পাশাপাশি বাসিন্দা মাসুম ও তরুণী গত শনিবার ওই লঞ্চে ঢাকায় যাচ্ছিলেন। তরুণী লঞ্চের ডেকের যাত্রী ছিলো। গভীর রাতে মাসুম তাকে ডেকে কেবিনে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে বিয়ে ও পরে নির্মাণাধীন বিল্ডিং তার নামে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না একপর্যায়ে জবরদস্তি শুরু করে। পরে সারা রাত এক সাথে কাটিয়ে সকালে তরণীকে সদর ঘাটে ফেলে মাসুম পালিয়ে যায়। পরে তরুনী এলাকায় ফিরে থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তরুণী জানিয়েছেন, ওই রাতে কয়েক দফা ধর্ষণ করে। পরে তরুণী কান্নাকাটি করলে তাকে গ্রামে গিয়ে বিয়ে করার ফের প্রস্তাব দিয়ে মাসুম লাপাত্ত হয়ে যায়। তরুণী অভিযোগে আরও উল্লেখ করেন, গ্রামে ফিরে মাইদুলের বাসায় গিয়ে তার বাবা খলিল হাওলাদারকে বিষয়টি অবহিত করেন। তিনি সব শুনে চুপ থাকতে বলেন এবং ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে তাড়িয়ে দেন। কাজীরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভুক্তভোগী অভিযোগ করেছেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মাইদুল স্থানীয় সংবাদকর্মীদের মুঠোফোনে জানিয়েছেন, সেই রাতে তরুণী তার কেবিনে থাকলেও আলাপচারিতা ব্যতিত কিছু হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT