৩৩৩ নম্বরে ফোন করা ৩৬০ ব্যক্তির মাঝে খাদ্য সহায়তা বিতরণ ৩৩৩ নম্বরে ফোন করা ৩৬০ ব্যক্তির মাঝে খাদ্য সহায়তা বিতরণ - ajkerparibartan.com
৩৩৩ নম্বরে ফোন করা ৩৬০ ব্যক্তির মাঝে খাদ্য সহায়তা বিতরণ

3:23 pm , June 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নি¤œ আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেক বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। ধারাবাহিকতায় গতকাল বুধবার জেলা প্রশাসন নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ৩৬০ জন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে ১৬ কেজি খাদ্য সহায়তা চাল, ডাল, আলু, তেল, লবন ইত্যাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT