3:13 pm , June 2, 2021

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া পৌর শহর রক্ষা বাধের ফেরীঘাট থেকে উত্তরপার বাজারের ৯০ মিটারের সংযোগ সেতু নির্মাণে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সেতু নির্মাণে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানব বন্ধন করা হয়। মানববন্ধনকারীরা জানান, বানারীপাড়ার এ সংযোগ সেতুটি পৌরবাসীর জন্য অত্যন্ত জরুরী। ইতিমধ্যে সেতু নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই এর টেন্ডার ঘোষণা হবে। সেই মুহূর্তে এল জি ই ডি’র সদর দপ্তরের প্রকল্প পরিচালক বরাবরে সেতু নির্মাণের বিরোধীতা করে অভিযোগ করেন বরিশাল নগরীর বাসিন্দা মো: আরিফুল হক। সেতু নির্মাণে ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের জনতার অংশগ্রহণে বানারীপাড়া ফেরী ঘাটের ওই মানব বন্ধনে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল, এমপির প্রতিনিধি ডাক্তার খোরশেদ আলম সেলিম, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ড, বাজার কমিটির সাবেক সভাপতি মজিবুর রহমান প্রমূখ। মানব বন্ধন শেষে একটি প্রতবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।