3:25 pm , June 1, 2021

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরে স্কুলের বারন্দা থেকে পরিমল দাস দাস (৭৫) নামক এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বরাকোঠা ইউনিয়নের লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় থেকে তার মরাদেহটি উদ্বার করে ময়নাতদন্তর জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। নিহত পরিমল পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার লক্ষনকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের পুত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, পরিমল দীর্ঘ দিন ধরে বরাকোঠা ইউনিয়নের চৌধুরীর হাট লস্করপুর এলাকায় ঘুরে নানা ধরনের দিনমজুরী কাজ করতো। রাতের বেলায় লস্করপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের বরান্দায় রাত্রিযাপন করতো। গত সোমবার গভীর রাতে স্থানীয়রা পরিমলের লাশ পরে থাকতে দেখে উজিরপুর থানা পুলিশে খবর দেয়। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্বার করে। উজিরপুর থানার ওসি তদন্ত মো: মাইনুল ইসলাম জানিয়েছেন, পরিমলের মুত্যু’র কারন জানতে লাশটি শেবাচিম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরের কোথাও কোন আঘাতের দাগ পাওয়া যায়নি ।