বাকেরগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী হাতকাটা মামুন মেম্বার ইয়াবাসহ আটক বাকেরগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী হাতকাটা মামুন মেম্বার ইয়াবাসহ আটক - ajkerparibartan.com
বাকেরগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী হাতকাটা মামুন মেম্বার ইয়াবাসহ আটক

4:00 pm , May 29, 2021

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের আলোচিত সন্ত্রাসী জহিরুল ইসলাম মামুন মেম্বর ওরফে হাতকাটা মামুনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী গ্রাম থেকে গতকাল রাতে দুই সহযোগীসহ তাকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেপ্তার করে। বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক ও তিন নম্বর ওয়ার্ড মেম্বর মামুন হত্যা-মারামারিসহ নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে অর্ন্তত দুই ডজন মামলা চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর আগস্ট মাসে স্থানীয় ভাতশালা বাজারের অদূরে একই এলাকার একদল অস্ত্রধারী সন্ত্রাসী এলোপাতাড়ি মামুন মেম্বরকে কোপায়। পরে রক্তাক্ত মামুন একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা নিরাপদে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে বরিশালের হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার লক্ষে ঢাকায় নেওয়া হলে প্রাণে রক্ষা পান। সূত্রটি জানায়, ওই দফা রক্ষা পাওয়ার পরে মামুন আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মাদক বাণিজ্যসহ বহুমুখী অপরাধে জড়িয়ে পড়ে। রাজনৈতিক পদবীকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ফরিদপুর ইউনিয়নে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলে। এরই মধ্যে শুক্রবার ২৮(মে) রাতে বাউফলে গিয়ে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটকের খবর যেন ফরিদপুরবাসীরের বাসিন্দাদের স্বস্তি দিয়েছে। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো:শাজাহান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালিশুরী বাজারে অভিযান চালিয়ে মামুনকে ৫৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এসময় তার সাথে থাকা দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর মামুন নিজেকে যুবলীগ নেতা ও মেম্বর পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। কিন্তু মাদক সরাসরি তার কাছে পাওয়ায় কোনো প্রকার সুযোগ ঘটনাস্থলে না দিয়ে কার্যালয়ে নিয়ে আসা হয়। এবং এই ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তীতে তাদের বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাউফল থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেন। শোনা যাচ্ছে মামুনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান আছে। সেগুলো সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট বাকেরগঞ্জ থানা পুলিশকে তাকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT