3:40 pm , May 27, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিবুল ইসলাম নামে এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। বুধবার দিবাগত রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অজানা গেছে, সোমবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোটরযান শাখার কর্তব্যরত অবস্থায় পরে গিয়ে অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় তার নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নজরুল হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।