দক্ষিনাঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ॥ আরো ৩ জনের মৃত্যু দক্ষিনাঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ॥ আরো ৩ জনের মৃত্যু - ajkerparibartan.com
দক্ষিনাঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ॥ আরো ৩ জনের মৃত্যু

3:13 pm , May 25, 2021

 

বিশেষ প্রতিবেদক ॥ ঘূণিঝড় ইয়াস-এর চোখ রাঙানীর মধ্যে দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতির আকষ্মিক অবনতি ঘটেছে। মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় এ অঞ্চলের ৬ জেলায় ১২২ জন আক্রান্তের পাশাপাশি মহানগরী, বরগুনা ও ঝালকাঠীতে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায়ই ১০১ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু ঘটে। ফলে দক্ষিণাঞ্চলে আক্রান্তের মোট সংখ্যাটা ১৫ হাজার ৩৬২ জনে উন্নীত হয়েছে। আক্রান্তের হার এখনো ১৪.৯২%। মৃত্যু সংখ্যা ২৮২ জনে উন্নীত হওয়ায় শতকরা হারে তা আগের দিনের চেয়ে দশমিক ১ ভাগ বেড়ে ১.৮৪%-এ স্থির হয়েছে। এরমধ্যে করোনার হটস্পট মহানগরীতেই মারা গেছেন ৬৬ জন। নগরীতে সরকারীভাবে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে প্রায় সাড়ে ৫ হাজারে। আর চলতি মাসের ২৫ দিনে দক্ষিণাঞ্চলে ৭৪৩ জন আক্রান্তের মধ্যে ১৭ জনের মৃত্যু হল। গত ৪৮ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় রেকর্ড সংখ্যক ১ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে পটুয়াখালীতেই একদিনে ১ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে পটুয়াখালীতে ১৮ হাজার ৯৭৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হল। সনাক্তে গড় হার ১১.৪৫%। জেলাটিতে মারা গেছেন ৫২ জন। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.২৯%।
অপরদিকে বরিশাল মহানগরী সহ জেলায় এ পর্যন্ত ১৯ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৯৫৬ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ১৭.৫৭%। জেলাটিতে গত ৪৮ ঘন্টায় সনাক্ত ৩০ জনের মধ্যে মহানগরীতেই আক্রান্ত ২৭। আর এ নগরীতে ৬৬ জন সহ বরিশাল জেলায় দক্ষিণাঞ্চলের সর্বাধিক ১২০ জন মারা গেছেন। সোমবার নগরীর বটতলা এলাকার ৭৭ বছরের এক বৃদ্ধ শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আর এ সময়ে দ্বীপজেলা ভোলাতে আরো ২৩ জন আক্রান্তের ফলে মোট সংখ্যাটা ১ হাজার ৯০৭ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। মৃত্যুহার ১.৭৬%। পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল চার। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৬৫২ জন আক্রান্তের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। বরগুনা সদরের আজগরকাঠী এলাকার ৪০ বছর বয়স্কা এক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ দিন চিকিৎসার পরে সোমবারে মারা গেছেন। ফলে জেলাটিতে ১ হাজার ২৫১ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে মৃত্যু হার ২.০৮%। যা দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ।
ঝালকাঠীতেও সোমবারে আরো একজনের মৃত্যুর ফলে ১ হাজার ৩২৮ জন আক্রান্তের মধ্যে ২৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলার সদর উপজেলার ৭৭ বছর বয়স্ক এক ব্যক্তি বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসার পরে মারা গেছেন। এ জেলাটিতে মৃত্যুহার ২.০৩%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৭৫ জন সহ সর্বমোট ১৩ হাজার ৫০৮জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার আগেরদিরে তুলনায় দশমিক ৩৭% হ্রাস পেয়ে এখন ৮৭.৯৩%। তবে বিগত ঈদ উল ফিতরের সময় সড়ক পথে দক্ষিণাঞ্চলমুখি জনশ্রোতের পরে এঅঞ্চলে করোনা সংক্রমন বৃদ্ধির যে আশংকা করেছিলেন বিশেষজ্ঞগন, গত দুদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি তারই প্রতিফলন বলে অনেকে মনে করলেও বিষয়টি নিয়ে আরো সতর্কতা সহ পর্যবেক্ষনের কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহল।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT