সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসকের নতুন পোশাক বিতরণ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসকের নতুন পোশাক বিতরণ - ajkerparibartan.com
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসকের নতুন পোশাক বিতরণ

4:19 pm , May 11, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরন করেছে জেলা প্রশাসক। গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে পোশাক বিতরন করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভেন্টেজ চিলড্রেনের (এসএনডিসি) আয়োজনে পোশাক বিতরনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ, এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভ, সঙ্গীতশিল্পী জহিরুল হাসান সোহেলসহ সংগঠনের সদস্যরা। ১২০ জন সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের বিত্তবানরা যদি এসকল কোমলমতি পথশিশুদের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে আর পথশিশু বলে কিছু থাকবে না। এরাই আগামীর ভবিষ্যৎ তাই তাদের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আসুন আমরা এসকল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT