3:32 pm , May 9, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, দেশের সাধারণ মানুষকে খাদ্য সহায়তা না দিয়ে ঘরবন্দি করে রাখায় শ্রমজীবীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তাই লকডাউনে শ্রমজীবী মানুষকে ঘরে রাখতে ব্যর্থ হয়েছে সরকার। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে রোববার সকাল ১১টায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর ও জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। নগর বিএনপির সভাপতি সরোয়ার আরো বলেন, মহামারী জাতীয় সমস্যা হলেও সরকার একদিনের জন্য বিরোধী দলের সাথে সরকার কোন আলোচনা করেনি। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রাপ্তির অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। জৈষ্ঠ্য শ্রমিক নেতা আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক জি.এম ফারুক, মহানগর শ্রমিকদলের সম্পাদক ফয়েজ আহমেদ খান। সভা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।