বিশ্ব মা দিবস অসহায় মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ বিশ্ব মা দিবস অসহায় মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - ajkerparibartan.com
বিশ্ব মা দিবস অসহায় মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

3:30 pm , May 9, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব মা দিবস উপলক্ষ্যে দুঃস্থ অসহায় মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ে এসব বিতরন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে করোনা কালিন সময়ে স্বাস্থ্য বিধি মেনে ২ জন দুস্থ মায়েদের নগদ অর্থ, শাড়ি, দুধ, চিনি, সেমাই, খেজুর বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যলয়ের উপ-পরিচালক দিলারা খানম, এনডিসি মোঃ নাজমূল হুদা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস,সমাপ্তি রায়, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT