বনফুল স্টুডিও মালিক দুলালের ইন্তেকাল বনফুল স্টুডিও মালিক দুলালের ইন্তেকাল - ajkerparibartan.com
বনফুল স্টুডিও মালিক দুলালের ইন্তেকাল

3:23 pm , May 9, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ বনফুল স্টুডিও মালিক আনোয়ার হোসেন দুলাল রবিবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর পূর্ব বগুরা রোড মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে নলছিটি উপজেলার অনুরাগ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। আনোয়ার হোসেন দুলাল অনুরাগ গ্রামের জয়নাল মিয়ার ছেলে ছিলেন। তার মৃত্যুতে বরিশাল বিবির পুকুরপাড় ও পূর্ব বগুরা রোডের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, বড় অসময় চলে গেলেন তিনি।
করোনার সংকট কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক বরিশাল বিনির্মাণে তার মতো উদ্যোক্তার খুবই দরকার ছিল। এ সময় তার চলে যাওয়া বরিশালের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি গত এক মাস ধরে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT