দক্ষিণ রাফিয়াদী গ্রামে জমি দখলের  চেষ্টায় হামলা ভাংচুর ও লুট দক্ষিণ রাফিয়াদী গ্রামে জমি দখলের  চেষ্টায় হামলা ভাংচুর ও লুট - ajkerparibartan.com
দক্ষিণ রাফিয়াদী গ্রামে জমি দখলের  চেষ্টায় হামলা ভাংচুর ও লুট

3:44 pm , May 8, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের দক্ষিণ রাফিয়াদী গ্রামে দিনের বেলায় একটি ঘরে প্রকাশ্য হামলা চালিয়ে ভাংচুর, লুট করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় বাবুল মীরার নেতৃত্বে হামলাকারীরা নগদ ৫০ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের শহীদ ডুবুরি পরিবারের বাড়ি ও জমি দখলের চেষ্টা করছে একই গ্রামের লতিফ মীরার ছেলে বাবুল মীরা। প্রভাবশালী নেতার প্রভাবে বাবুল মীরা এর আগে সাত বার হামলা করে দখলের চেষ্টা করে। কিন্তু প্রতিবার ব্যর্থ হয় তারা। ধারাবাহিকতায় শুক্রবার বাবুল মীরার নেতৃত্বে শাহ আলম মীরা, অরুন মীরা, বাবর, নাইমসহ হামলাকারীরা ঘরে ভাংচুর করে। এ সময় নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে বলে ওমর ফারুক ও তার ছোট ভাই সুজিত সরদার অভিযোগ করেন। তারা আরো অভিযোগ করেন এ ঘটনায় ওমর ফারুকের মা জহুরা বেগম এয়ারপোর্ট থানায় অভিযোগ দেয়ার পরেও প্রভাবশালী নেতার কারনে পুলিশ ঘটনাস্থলে আসেনি। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ সরকার বলেন, এই সংবাদটি নেই। খোঁজ নিয়ে দেখছি।
তজুমদ্দিনে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ
শরীফ আল-আমীন,তজুমদ্দিন ॥ চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ভোলার তজুমদ্দিনেও উপজেলা যুবলীগ ধানা কাঁটা কার্যক্রমের উদ্ভোধন করেন।
শনিবার সকালে শম্ভুপুুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে দক্ষিণ শম্ভুপুর ধান কাটে কৃষকের বাড়িতে পৌছে দেন যুবলীগের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন জাবু, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, সহ-সভাপতি মোঃ নিরব পন্ডিত, যুবলীগ নেতা এম নূরুন্নবী, মুরাদ হাওলাদার, মোঃ নজির আহম্মেদ, মোঃ নুরনবীসহ উপজেলা ইউনিয়নের পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ধানের বাম্পার ফলন ফলিয়েছে। তাই দরিদ্র কৃষকেরা ক্ষেতের পাকা ধান কাটা নিয়ে যাতে দুশ্চিন্তায় পড়তে না হয় এজন্য এ উপজেলা যুবলীগ সবসময় কৃষকের পাশে থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT