শেবাচিম হাসপাতালে ১০ হাজার মাস্ক দিয়েছে চকবাজার ব্যবসায়ীরা শেবাচিম হাসপাতালে ১০ হাজার মাস্ক দিয়েছে চকবাজার ব্যবসায়ীরা - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে ১০ হাজার মাস্ক দিয়েছে চকবাজার ব্যবসায়ীরা

3:52 pm , May 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্স এবং স্টাফদের সুরক্ষায় ১০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে নগরী চকবাজার ব্যবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রালয়। গতকাল রোববার বেলা ১২টায় হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলামের হাতে মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় পরিচালক আত্মমানবতার সেবায় এগিয়ে আসায় চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ তোবারেক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আঃ রহিম এবং স্বদেশী বস্ত্রালয়ের প্রোপাইটর মিনাল কান্তি সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, বর্তমান দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তাই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এ সময় রোগীদের সেবা ও চিকিৎসক, নার্স এবং স্টাফদের সুরক্ষার জন্য অধিক হারে মাস্ক সাপোর্টের প্রয়োজন হয়। ঠিক এই মহুর্তে চকবাজার ব্যবসায়ী সমিতি ও স্বদেশী বস্ত্রলয়ের এমন মানবতার উদ্যোগকে স্বাগত জানাই। তিনি সমাজের বিত্তবানদের আত্মমানবতার সেবাই এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। মাস্ক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান, শেবাচিম হাসপাতালের ইনডোর চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার, আউটডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডাঃ নূরুন্নবী তুহিন, ইনডোর চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আশিক দত্ত, সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার, চকবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জিয়াউল আলম ও স্বাদেশী বস্ত্রালয়ের পক্ষ থেকে তাপস ভূইয়া প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT