সাতলা-হারতা- উজিরপুর সড়ক মরন ফাঁদ ! সাতলা-হারতা- উজিরপুর সড়ক মরন ফাঁদ ! - ajkerparibartan.com
সাতলা-হারতা- উজিরপুর সড়ক মরন ফাঁদ !

3:48 pm , May 2, 2021

 

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর থানার উপ পরিদর্শক মাহতাব উদ্দিন মামলা তদন্ত’র কাজে নিজের মটর বাইক চালিয়ে উজিরপুর থেকে সড়ক পথে হারতায় গিয়ে পুনরায় উজিরপুর থানায় ফিরে এসে ৩ দিন কোমর ব্যাথায় বিশ্রামে ছিলেন। তার মত শতশত মানুষ সাতলা- উজিরপুর সড়ক দিয়ে চলাচল করে নানা ধরনের শারিরীক সমস্যায় পড়েছেন। খনা খন্দে ভরা ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়া সাতলা – উজিরপুর সড়কটি এখন সকল প্রকার যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বরিশালের সৌন্দর্য পূর্ন শাপলা বিল ও হারতা বাজারের মৎস্য ব্যাবসায়ীদের চলাচলের একমাত্র জনগুরুত্বপূর্ন সড়কের বেহাল দশাটি যেন দেখার কেউ নেই । সরোজমিনে গিয়ে দেখাযায় সাতলা হারতা উজিরপুর সড়কটির করুন দশা সাধারন মানুষ থেকে শুরু করে সকল প্রকার যানবাহন জীবনের ঝুকি নিয়ে বাধ্য হয়ে চলছে সড়কটি দিয়ে। সাতলা থেকে উজিরপুর ৩২ কি: মি: সড়কের মধ্যে প্রায় ১৫ কি: মি: সড়কই খনা খন্দে’র কারনে চলাচলের অযোগ্য হয়ে পরেছে।ওই সড়কটি দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ ও শতশত যানবাহন চলাচল করায় উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন এ সড়কটি দ্রুত সংস্কারের দাবী করেছেন এলাকার জন সাধারন ও জনপ্রতিনিধিরা।স্থানীয়রা জানিয়েছেন, উজিরপুর উপজেলার ৩ ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের প্রধান সড়ক হচ্ছে সাতলা- উজিরপুর সড়ক।ওই সড়কটির অধিকাংশ এলাকা জুড়ে ছোট্র বড় হাজারো খনা খন্দে সৃষ্টি হওয়ায় চরম দূর্ভোগের মধ্য জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে প্রায় সকল ধরনের যানবাহন। হারতা ইউপি চেয়ারম্যান ডা: হরেন রায় জানিয়েছেন, সাতলাÑহারতাÑউজিরপুর সড়কটির বেহাল দশার কারনে সাধারন মানুষ চরম ভোগান্তির মধ্যদিয়ে চলাচল করছে। বরিশাল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ন মাৎস্য বাজার হারতায় প্রতিদিন সড়কটি দিয়ে মাৎস্য’র কাজে ব্যাবহারের জন্য বিভিন্ন ধরনের যানবাহন জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে প্রতিনিয়ত ঘটছে দূঘটনা সামনে বর্ষার মৌসুম সড়কটি মেরামত না করা হলে ৩ ইউনিয়নের মানুষের সাথে উজিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। সাতলা Ñবরিশাল রুটে চলাচলকারী বাসের চালক আবুল হাসান বলেন, সাতলা থেকে হারতা ও ওটরার চেরাগ আলী রাস্তার মাথা পর্যন্ত কমপক্ষে ১০০টির মতো গর্ত রয়েছে যা দিয়ে জীবনের ঝুকি নিয়ে গাড়ী চালাতে হচ্ছে। হারতা এলাকার অটো চালক হরোলাল বলেন, ভাঙ্গাচুড়া রাস্তার কারনে তাদের অটোতে যাত্রীরা উঠছে না সেকারনে আয় রোজগার কমে গেছে সড়কটি সংস্কার বা মেরামত করা না হলে সামনে বর্ষার মৌসুমে সড়কটি দিয়ে কোন গাড়ী চলতে পারবে না । উপজেলা সদরে উজিরপুর উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম সাতলা’র সড়কের করুন অবস্থার কথা স্বীকার করে বলেন আপাতত ওটরার চেরাগ আলী থেকে ৭ কি:মি: সংস্কার করার স্টিমিট পাঠানো হয়েছে পাশ হয়ে আসলেই টেন্ডার দেয়া হবে। খনা খন্দ বাকী সড়কের ও স্টিমিট পাঠানো হবে পর্যক্রমে। উজিরপুর উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু বলেন সাতলা’র সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পরেছে দ্রুত সড়কটি মেরামত প্রয়োজন। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT