দক্ষিনাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতির ক্রমাবনতি ৪৮ ঘন্টায় আক্রান্ত আরো প্রায় দু হাজার দক্ষিনাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতির ক্রমাবনতি ৪৮ ঘন্টায় আক্রান্ত আরো প্রায় দু হাজার - ajkerparibartan.com
দক্ষিনাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতির ক্রমাবনতি ৪৮ ঘন্টায় আক্রান্ত আরো প্রায় দু হাজার

3:33 pm , April 29, 2021

 

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতি এখনো জনমনে স্বস্তি দিচ্ছে না। করোনা মহামারির মধ্যে ডায়রিয়া পরিস্থিতির ক্রমাবনতি চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকেও চরম বিড়ম্বনায় ফেলেছে। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় আরো প্রায় দু হাজার ডায়রিয়া রোগী বিভিন্ন জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। ৪ শয্যার বরিশাল জেনারেল হাসপাতালে বৃহস্পতিবারেও প্রায় ২৬ জন রোগী চিকিৎসাধীন ছিল। এর বাইরে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগেও বিপুল সংখ্যক ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে গত ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলে কোন ডায়রিয়া রোগীর মৃত্যু ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের মতে গত ৩ মাসে দক্ষিণাঞ্চলে ৪৩ হাজার ৫২০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকারী হিসেবে এদেরকেই আক্রান্ত বলে ধরে নেয়া হয়। এর বাইরে যেসব আক্রান্ত নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহন করছেন, তাদের কোন পরিসংখ্যান সরকারী স্বাস্থ্য বিভাগের কাছে নেই। তবে সে সংখ্যাটা সরকারী হিসেবের কয়েকগুন বলে জানা গেছে। আর গত এক মাসেই দক্ষিণাঞ্চলে ১২ জন ডায়রিয়া আক্রান্তের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৮৪ জন। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫০৫। এ সময়ে মারা গেছেন দুজন।
দক্ষিণাঞ্চলের সবগুলো জেলার ডায়রিয়া পরিস্থিতিই এখনো যথেষ্ঠ নাজুক। গত ৪৮ ঘন্টায় দ্বীপজেলা ভোলাতে নতুন করে ৫১০ জন আক্রান্ত হয়েছেন। জেলাটিতে এ পর্যন্ত ১১ হাজার ২৭ জন ডায়রিয়া আক্রান্ত বলে সরকারীভাবে নথিভুক্ত করা হলেও কারো মৃত্যু ঘটেনি। পটুয়াখালীতে এ সময়ে নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৩শ জন। জেলাটিতে ইতোমধ্যে ৪ জনে মৃত্যু সহ মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৭৮। পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় আরো ২৮১ জন ডায়রিয়া আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারী হিসেবে জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৬৪ হলেও কোন মৃত্যু সংবাদ নেই।
বরগুনাতেও গত ৪৮ ঘন্টায় আরো ৩১৩ জন সহ মোট ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৭৯। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৩ জন। বরগুনা ও পটুয়াখালীর বেশীরভাগ খালের পানিতে ডায়রিয়ার জীবানুর সন্ধান পেয়েছে ঢাকার আইইডিসিআর-এর কারিগরি পর্যবেক্ষক দল। পাশাপাশি সাগরের লবনাক্ত পানিতে দক্ষিনাঞ্চলের প্রায় সব নদ-নদী ও খালÑবিলের পানিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি লাগাতার অনাবৃষ্টি আর নজিরবিহীন দাবদাহে ডায়রিয়া আক্রান্তরা দ্রুত পানি শূণ্যতার কবলে পড়ছে বলে চিকিৎসকগন আক্রান্ত হবার সাথে সাথে খাবার স্যালাইন গ্রহন সহ চিকিৎসকের পরামর্শ গ্রহনের তাগিদ দিয়েছেন।
ঝালকাঠীতে গত ৪৮ ঘন্টায় আরো ২৩৭ জন সহ এপর্যন্ত ৪ হাজার ৯২৫ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
বরিশালেও গত দুদিনের প্রায় ২শ নারী-পুুরুষ ও শিশু ডায়রিয়া আক্রান্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে প্রায় ৬ হাজার। মারা গেছেন ৫ জন। যাদের সকলেই বাকেরগঞ্চ উপজেলার বলে জানা গেছে।
এদিকে ডায়রিয়া আক্রান্তদের সরকারী হাসপাতাল সমুহে চিকিৎসা সেবা নিশ্চিত করনে দক্ষিণাঞ্চলে আইভি স্যালাইনের বিশাল মজুদ গড়ে তোলা হয়েছে। দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলাতে ১ হাজার সিসি ও ৫শ সিসি’র প্রায় ১ লাখ ব্যাগ আইভি স্যলাইনের মজুদ রয়েছে বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT