নগরী থেকে ৭ টন পলিথিন উদ্ধার নগরী থেকে ৭ টন পলিথিন উদ্ধার - ajkerparibartan.com
নগরী থেকে ৭ টন পলিথিন উদ্ধার

3:33 pm , April 18, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কাভার্ডভ্যান ভর্তি প্রায় ৭ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও চালকের সহকারীকে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের অর্থদ- দেন বিচারক। দ-প্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন।
বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সাগরদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ভর্তি একটি কাভার্ড ভ্যানসহ চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়। রোববার দুপুর ২টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী হাকিম মুশফিকুর রহমান। পুলিশের হেফাজতে রাখা কাভার্ড ভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT