নগরী থেকে ৭ টন পলিথিন উদ্ধার নগরী থেকে ৭ টন পলিথিন উদ্ধার - ajkerparibartan.com
নগরী থেকে ৭ টন পলিথিন উদ্ধার

3:33 pm , April 18, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কাভার্ডভ্যান ভর্তি প্রায় ৭ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও চালকের সহকারীকে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের অর্থদ- দেন বিচারক। দ-প্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন।
বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সাগরদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ভর্তি একটি কাভার্ড ভ্যানসহ চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়। রোববার দুপুর ২টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী হাকিম মুশফিকুর রহমান। পুলিশের হেফাজতে রাখা কাভার্ড ভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT