লকডাউনে দক্ষিনাঞ্চলে স্বাভাবিক জনজীবন স্থবির লকডাউনে দক্ষিনাঞ্চলে স্বাভাবিক জনজীবন স্থবির - ajkerparibartan.com
লকডাউনে দক্ষিনাঞ্চলে স্বাভাবিক জনজীবন স্থবির

3:36 pm , April 15, 2021

 

বিশেষ প্রতিবেদক ॥ দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার লকডাউনের প্রথম ৪৮ ঘন্টা স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির ছিল। তবে প্রথম দিনের তুলনায় মহানগরীসহ দক্ষিণাঞ্চলের জেলা-উপজেলা সদরগুলোতে দ্বিতীয় দিনে লোকজনের চলাচল কিছুটা বাড়লেও কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পুলিশ সহ আইনÑশৃংখলা বাহিনীর তৎপরতাও অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন থেকেও সার্বক্ষনিকভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। গত দুই দিনই সন্ধ্যার পরে নগরী সহ দক্ষিণাঞ্চলের প্রায় সবগুলো শহরই ছিল জনমানব শূণ্য। শুধুমাত্র হাতে গোনা কিছু মুসুল্লীয়ান তারাবী নামাজ শেষে ঘরে ফিরেছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিনেও যথেষ্ট কঠোর অবস্থানে ছিল প্রশাসন। গতকাল বৃহস্পতিবার নগরী সহ দক্ষিণাঞ্চলের বেশীরভাগ এলাকায় ছিল শুনশান নিরবতা। এমনকি প্রথম দিন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে নানা বিকল্প যানবাহনে কিছু মানুষ বরিশাল হয়ে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় কাটা পথে পৌছলেও বৃহস্পতিবার তা আর চোখে পড়েনি। সকাল থেকে কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের সমাগম থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সবাই ঘরে ফিরেছেন। তবে লকডাউনের দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় মোটরবাইকের চলাচল ছিল অনেকটাই নিয়ন্ত্রনের বাইরে। কোন কোন এলাকা পুলিশ বাঁধা দিলেও তা পুরোপুরি নিয়ন্ত্রনে রাখা যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT