রাজাপুরে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রাজাপুরে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - ajkerparibartan.com
রাজাপুরে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

12:46 pm , April 12, 2021

রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনার অংশ হিসেবে উপজেলার ৬ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আয়োজিত এ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এ বিতরনী অনুষ্ঠানে ইউএনও মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আঃ ছালাম আকন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর জানান, উপজেলার ৬ ইউনিয়নে কৃষিতে চাষীদের উদ্বুদ্ধ করতে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি প্রনোদনা হিসেবে জনপ্রতি হিসেবে জনপ্রতি ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT